প্রকাশিত: Wed, Apr 26, 2023 2:19 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:22 AM

সিএনএন উপস্থাপক ডন লেমনকে বহিস্কার

সাজ্জাদুল ইসলাম: সিএনএনের দীর্ঘ দিনের এই সংবাদ উপস্থাপক নারী ও বয়স নিয়ে মন্তব্যের জন্য তিরস্কৃত হয়েছেন। লেমন ১৭ বছর সিএনএন কাজ করেছেন। বিবিসি

সোমবার এক টুইটার পোস্টে লেমন বলেন, তিনি বিস্মিত হয়েছেন। এ নিউজ নেটওয়ার্কে তিনি যে আর কাজ করতে পারবেন না, এমন কোন আভাস তাকে কখনো দেয়া হয়নি।

সিএনএন দিস মর্নিং অনুষ্ঠানের কো-হোস্ট ছিলেন লেমন। ট্রাম্পের শাসনামলে স্পষ্ট বক্তব্যের কারণে তিনি যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে পরিচিত মুখে পরিণত হন। তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘বর্ণবাদী’ বলে অভিহিত করেছিলেন। 

সম্প্রতি ক্যারোলিনার গভর্নর নিক্কি হেলিকে ‘তার আর সেই সময় নেই’, এই মন্তব্য করে দ্রুত তিনি বিতর্কিত হয়ে পড়েন। হেলির বয়স এখন ৫১ বছর। 

সিএনএন সিইও জানান, অপেশাদারি আচরণ ও নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে লেমনকে অপসারণ করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব